ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও উপহাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ সময়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব।

দীর্ঘ দশ বছর পর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এলেন কোন‌ ভারতীয় হাইকমিশনার। এক ঘণ্টার বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মার সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দু’দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে।

উত্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। একইসঙ্গে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুস্থ করতেও আগ্রহী তারা।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি।

বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে সে দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক উন্নয়নের প্রস্তাব করেছেন। এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থ্যতা ও ইতিবাচক করা যায়, এ বিষয়টার প্রতি তারা আগ্রহী।’

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল

আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও উপহাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ সময়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব।

দীর্ঘ দশ বছর পর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এলেন কোন‌ ভারতীয় হাইকমিশনার। এক ঘণ্টার বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মার সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দু’দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে।

উত্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। একইসঙ্গে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুস্থ করতেও আগ্রহী তারা।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি।

বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে সে দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক উন্নয়নের প্রস্তাব করেছেন। এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থ্যতা ও ইতিবাচক করা যায়, এ বিষয়টার প্রতি তারা আগ্রহী।’

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।