ইনু,দীপু মনি,পলকসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৪০৫ বার পড়া হয়েছে

তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপার জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে তেজগাঁও থানার একতি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সেই সঙ্গে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে এই দিন সকালে রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় দীপু, ইনু,পলকসহ ৭জনকে।