ইরানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ১৯

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাশানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। রোববার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খনিতে এখনও ৩০ জন আটকে আছেন। রাষ্ট্রীয় টেলিশনের খবরে আরও বলা হয়েছে, খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খনিটি মাদানজু কোম্পানি পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিস্ফোরণের সময় খনির মধ্যে ৬৯ জন কর্মী কাজ করছিলেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।