বার্সার বড় জয়ের ম্যাচে ‘গুরুতর’ চোটে টের স্টেগেন
- আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
গতকাল রোববার রাতটা বার্সেলোনার জন্য অম্লমধুর কেটেছে। লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে চোটে পড়েছেন কাতালান ক্লাবটির মূল গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। চোটের মাত্রা এখনো জানা না গেলেও জার্মান গোলকিপার যে কয়েক মাসের জন্য মাঠের বাইরে যাচ্ছেন, সেটা অনেকটাই নিশ্চিত। বার্সা কোচ হানসি ফ্লিক টের স্টেগেনের চোটকে ‘গুরুতর’ হিসেবে উল্লেখ করেছেন। এমন ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি দলটির তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদফস্কি।
তাতেও বার্সার বড় জয় ঠেকাতে পারেনি ভিয়ারিয়াল। এল মাদ্রিগাল স্টেডিয়ামে লেভানদফস্কি ও ব্রাজিলিয়ান উইংগার রাফিনিয়ার জোড়া গোলে ৫-১ গোলের জয় পেয়েছে কাতালান ক্লাবটি। বার্সার হয়ে অন্য গোলটি করেছেন পাবলো তোরে। ভিয়ারিয়াল সমর্থকেরা হয়তো নিজেদের দুর্ভাগা মনে করতে পারে। অফসাইডে তিনটি গোল বাতিল হয়েছে মার্সেলিনো গার্সিয়ার দলের।
লা লিগায় প্রথম ৫ ম্যাচের সবগুলোতে জিতে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হেরে বসেছিল হানসি ফ্লিকের দল। সে হারের স্মৃতি সঙ্গে নিয়ে গতকাল ভিয়ারিয়ালের মাঠে খেলতে যায় কাতালান ক্লাবটি। মাদ্রিগালে প্রায় ২২ হাজার সমর্থকের সামনে ম্যাচের অষ্টম মিনিটে পিছিয়ে পড়েছিল বার্সা। তবে গোল করার আগে অফসাইড পজিশনে ছিলেন ভিয়ারিয়াল মিডফিল্ডার ইয়েরেমি পিনো। এ যাত্রায় বেঁচে যায় ফ্লিকের দল।
এরপর আক্রমণের ধার বাড়ায় বার্সা। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ২০ মিনিট পর্যন্ত। পাবলো তোরের থ্রু ধরে দারুণ ফিনিশিংয়ে বার্সাকে এগিয়ে দেন লেভানদফস্কি। ৩৫তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান পোলিশ গোলমেশিন।
বক্সের ডানপ্রান্ত থেকে লামিন ইয়ামালের বাড়ানো ক্রসে হেড করেন এরিক গার্সিয়া। সেটি ঠেকাতে পারেননি ভিয়ারিয়াল গোলকিপার। বল যায় লেভানদফস্কির সামনে। সেখান থেকে ওভারহেড কিকে ভিয়ারিয়ালের জালে বল জড়ান পোলিশ স্ট্রাইকার। দু মিনিট পরেই ব্যবধান কমায় মার্সেলিনোর দল। দারুণ এক প্রতি আক্রমণে পেপের পাস থেকে স্কোরলাইন ২-১ করেন ভিয়ারিয়ালের স্প্যানিশ ফরোয়ার্ড আয়োসে পেরেস।
বিরতির ঠিক আগ মুহূর্তে আরেকটি বড় ধাক্কা খায় স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের ৪৪ মিনিটে লাফিয়ে কর্নার ঠেকাতে বাজে ভাবে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান স্টেগেন। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা দেওয়া হয় বার্সার জার্মান গোলকিপারকে। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় স্টেগেনকে। বদলি হিসেবে বার্সার গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান ইনাকি পেনা।
ম্যাচের ৫০ মিনিটে অফসাইডে ভিয়ারিয়ালের আরেকটি গোল বাতিল হয়। এর ৮ মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন তোরে। ৬৪তম মিনিটে বার্সাকে পেনাল্টি এনে দেন ইয়ামাল। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন লেভানদফস্কি। পোলিশ স্ট্রাইকারের শট বাঁ পোস্টে লেগে ফেরত আসে। এর ৪ মিনিট পর আবারও অফসাইডের ফাঁদে গোল বাতির হয় ভিয়ারিয়ালের।
৭৪তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন বার্সার ব্রাজিলিয়ান লেফট উইংগার রাফিনিয়া। পাও ভিক্তরের পাসে বক্সের ভেতর থেকে জোরোল শট নেন রাফিনিয়া। সেটি প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে আশ্রয় নেয়। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে দ্বিতীয় গোলের দেখা পান ব্রাজিল তারকা। ইয়ামালের দারুণ এক পাসে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি মারেন তিনি।
এ জয়ে লিগের প্রথম ৬ ম্যাচের সবগুলোতেই জিতল বার্সা। এর আগে ২০১৭-১৮ মৌসুমে এমন সূচনা পেয়েছিল কাতালান ক্লাবটি। ক্লাব ইতিহাসে সবমিলিয়ে আটবার এ কীর্তি গড়ল বার্সা। প্রথম ৬ ম্যাচে পূর্ণাঙ্গ ১৮ পয়েন্ট নিয়ে অনুমিতভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ফ্লিকের দল। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের লিগে প্রথম হার এটি। এতে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে দলটি।
বার্সার শতভাগ জয়ের দিনেও বড় আক্ষেপ স্টেগেনের চোট। বার্সা কোচ ফ্লিক জার্মান গোলকিপারের চোটকে গুরুতর বলে উল্লেখ করলেও স্টেগেনকে কতদিন পাওয়া যাবে না, এ ব্যাপারে মন্তব্য করেননি। তবে রেডিও স্টেশন আরএসি-ওয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, স্টেগেনকে মাঠ থেকে সরাসরি ভিয়ারিয়ালের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেগেনকে আট মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানায় রেডিও স্টেশনটি। অর্থাৎ চলতি মৌসুমে আর জার্মান গোলকিপারকে পাবে না বার্সা।
তবে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি ফ্লিক, ‘মার্ককে (স্টেগেনের) দেখে ভালো মনে হয়নি। চোটের মাত্রা সম্পর্কে জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। কিন্তু এটি সত্য যে, (চোট) গুরুতর মনে হচ্ছে।’