ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে ইসরায়েল বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর এই বিষয়ে মন্তব্য করেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা অন্য যেকোনো দেশের চেয়ে ভালোভাবে জানি যদি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ শুরু হয় তবে তা বিশ্বের কারও জন্যই লাভজনক হবে না।

তিনি আরও বলেন, ইসরায়েলই এই বৃহত্তর সংঘাত সৃষ্টি করতে চায়। ইরান এই অঞ্চলকে অস্থিতিশীল করছে না।

সোমবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। আহত হন আরও সাত শতাধিক মানুষ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় বাড়িঘর, চিকিৎসা কেন্দ্র, অ্যাম্বুলেন্স ও পলায়নরত মানুষের গাড়ি টার্গেট করা হয়েছে। তাদের হামলায় ২১ শিশু, ৩৯ জন নারী ও দুজন চিকিৎসকসহ অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন।

দক্ষিণ ও পূর্ব লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি।

নিউজটি শেয়ার করুন

বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান

আপডেট সময় : ০৯:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্যে ইসরায়েল বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর এই বিষয়ে মন্তব্য করেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা অন্য যেকোনো দেশের চেয়ে ভালোভাবে জানি যদি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ শুরু হয় তবে তা বিশ্বের কারও জন্যই লাভজনক হবে না।

তিনি আরও বলেন, ইসরায়েলই এই বৃহত্তর সংঘাত সৃষ্টি করতে চায়। ইরান এই অঞ্চলকে অস্থিতিশীল করছে না।

সোমবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। আহত হন আরও সাত শতাধিক মানুষ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় বাড়িঘর, চিকিৎসা কেন্দ্র, অ্যাম্বুলেন্স ও পলায়নরত মানুষের গাড়ি টার্গেট করা হয়েছে। তাদের হামলায় ২১ শিশু, ৩৯ জন নারী ও দুজন চিকিৎসকসহ অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন।

দক্ষিণ ও পূর্ব লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি।