নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩১ বার পড়া হয়েছে

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। এবারের থিম সংয়ের টাইটেল ‘হোয়াটএভার ইট টেকস’। নারীদের নিয়েই তৈরী করা হয়েছে আসরের ভিডিও। মেয়েদের পপ গ্রুপ ‘উইশ’ এই থিম সংটি গেয়েছেন।
ভিডিওতে নারী বিশ্বকাপ ক্রিকেটের বিভিন্ন খন্ডচিত্র তুলে ধরা হয়েছে। তরুণ প্রজন্মের সাথে সংযোগের কথা ভেবেই আইসিসি গানটি তৈরী করেছে।
আগামী তেসরা অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হবে নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশে আসরটি শুরু হওয়ার কথা থাকলেও, জুলাই-আগস্ট পরিস্থিতির কারণে সেটি আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি।