শেয়ারবাজারে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে জরিমানা
- আপডেট সময় : ০৩:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে এবার জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে এ জরিমানা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসি’র সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার মালিকানাধীন মোনার্ক মার্টকেও একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সাকিবের সহযোগী মো. আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকার জরিমানা করা হয়। এর আগেও এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ ওঠে। ২০২২ সালে ৪ প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে সাকিবের নাম উঠে আসলেও, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বিএসইসি।