০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট দ. আফ্রিকা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট : ১২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫ দেখেছেন

আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। একই মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এ সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল।

গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনের পর গতকাল সোমবার মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেছে প্রোটিয়া প্রতিনিধি দল। তাদের এ পরিদর্শনকে নিয়মিত রুটিনের অংশ হিসেবে উল্লেখ করে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিসিবির নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল।

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাফীস বলেছেন, ‘আমরা এটাকে রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছে। খুবই রুটিন একটা প্রোগ্রাম ছিল। যে দুইটা ভেন্যুতে খেলা হবে, হোটেল এবং ওভারঅল সিকিউরিটি কেমন, তারা পরিদর্শন করেছে। আমরা কীভাবে সিকিউরিটি প্রদান করে থাকি, তারা সেটা দেখেছে। সাধারণত অন্য আন্তর্জাতিক দল বাংলাদেশে এলে আমরা যে নিরাপত্তা দিয়ে থাকি, সেটা তাদেরকে দেখিয়েছি।’

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রোটিয়াদের মনে নিরাপত্তা নিয়ে যেন কোনো সংশয় কাজ না করে, সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিরাপত্তার প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন ধরে মিরপুরে চলছে সশস্ত্র বাহিনীর মহড়া।

এ প্রসঙ্গে নাফীস বলেছেন, ‘কিছুদিন আগে আমাদের দেশের পট পরিবর্তন হয়েছে। যে পরিবর্তনের কারণে দুর্ভাগ্যবশত আমরা মেয়েদের বিশ্বকাপের স্বাগতিক হতে পারিনি। এ কারণে তাদের একটু চিন্তা ছিল। দেশের সার্বিক পরিস্থিতিটা কী এবং আমরা কীভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছি, সেটা তারা দেখতে এসেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে এর আগে কোনো প্রতিনিধি দল আসেনি। যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা বিশ্বকাপটা আয়োজন করতে পারিনি, এজন্য তারা আমাদের প্রস্তুতিটা দেখতে এসেছে।’

তিনি যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে ও বিসিবির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে, সেটা শুধুমাত্র আর বিসিবির থাকে না। এটার দায়িত্ব বাংলাদেশ সরকারও নেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত দুদিন যে প্রোগ্রাম হয়েছে, আমি মনে করি, নিরাপত্তা নিয়ে কারো সংশয় থাকা উচিত না। থাকবেও না আশা করি।’

বিসিবির নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল, সেটাও বলেছেন নাফীস, ‘তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পেরেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বারবার বিসিবিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এতো অল্প সময়ের মধ্যে এতো আয়োজন আমরা করতে পেরেছি। তারা (প্রতিনিধি দল) দেশে গিয়ে তাদের বোর্ডের কাছে রিপোর্ট পেশ করবেন, এ সময়ের মধ্যে আমরা আমাদের অভ্যন্তরীণ কাজগুলোও সেরে ফেলতে পারবো। আশা করি ইতিবাচক কিছুই হবে।’

বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট দ. আফ্রিকা

আপডেট : ১২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। একই মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এ সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল।

গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনের পর গতকাল সোমবার মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেছে প্রোটিয়া প্রতিনিধি দল। তাদের এ পরিদর্শনকে নিয়মিত রুটিনের অংশ হিসেবে উল্লেখ করে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিসিবির নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল।

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাফীস বলেছেন, ‘আমরা এটাকে রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছে। খুবই রুটিন একটা প্রোগ্রাম ছিল। যে দুইটা ভেন্যুতে খেলা হবে, হোটেল এবং ওভারঅল সিকিউরিটি কেমন, তারা পরিদর্শন করেছে। আমরা কীভাবে সিকিউরিটি প্রদান করে থাকি, তারা সেটা দেখেছে। সাধারণত অন্য আন্তর্জাতিক দল বাংলাদেশে এলে আমরা যে নিরাপত্তা দিয়ে থাকি, সেটা তাদেরকে দেখিয়েছি।’

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রোটিয়াদের মনে নিরাপত্তা নিয়ে যেন কোনো সংশয় কাজ না করে, সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিরাপত্তার প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন ধরে মিরপুরে চলছে সশস্ত্র বাহিনীর মহড়া।

এ প্রসঙ্গে নাফীস বলেছেন, ‘কিছুদিন আগে আমাদের দেশের পট পরিবর্তন হয়েছে। যে পরিবর্তনের কারণে দুর্ভাগ্যবশত আমরা মেয়েদের বিশ্বকাপের স্বাগতিক হতে পারিনি। এ কারণে তাদের একটু চিন্তা ছিল। দেশের সার্বিক পরিস্থিতিটা কী এবং আমরা কীভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছি, সেটা তারা দেখতে এসেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে এর আগে কোনো প্রতিনিধি দল আসেনি। যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা বিশ্বকাপটা আয়োজন করতে পারিনি, এজন্য তারা আমাদের প্রস্তুতিটা দেখতে এসেছে।’

তিনি যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে ও বিসিবির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে, সেটা শুধুমাত্র আর বিসিবির থাকে না। এটার দায়িত্ব বাংলাদেশ সরকারও নেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত দুদিন যে প্রোগ্রাম হয়েছে, আমি মনে করি, নিরাপত্তা নিয়ে কারো সংশয় থাকা উচিত না। থাকবেও না আশা করি।’

বিসিবির নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল, সেটাও বলেছেন নাফীস, ‘তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পেরেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বারবার বিসিবিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এতো অল্প সময়ের মধ্যে এতো আয়োজন আমরা করতে পেরেছি। তারা (প্রতিনিধি দল) দেশে গিয়ে তাদের বোর্ডের কাছে রিপোর্ট পেশ করবেন, এ সময়ের মধ্যে আমরা আমাদের অভ্যন্তরীণ কাজগুলোও সেরে ফেলতে পারবো। আশা করি ইতিবাচক কিছুই হবে।’