ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আরেক মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। এদিন ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, এসময় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, এসব আসামিরা পুলিশকে ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন। তারা কোনোভাবেই হত্যার দায় হতে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবীরা।

জানা যায়, গত ২০ জুলাই বিকেল ৩ টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মো: হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আরেক মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-দীপু মনি

আপডেট সময় : ১২:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। এদিন ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, এসময় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, এসব আসামিরা পুলিশকে ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন। তারা কোনোভাবেই হত্যার দায় হতে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবীরা।

জানা যায়, গত ২০ জুলাই বিকেল ৩ টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মো: হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।