রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে মঙ্গলবার এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে চায় বলে এ সময় মন্তব্য করেন বাইডেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ভাষণে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরপরাধ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান বাইডেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া, জলবায়ু সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধাবস্থা দেখে অনেকে হতাশা প্রকাশ করেন। কিন্তু আমি তা করব না, কারণ একজন অভিভাবক হিসেবে আমি সেটা করতে পারি না। তবে হ্যাঁ, বিশ্বব্যাপী আগ্রাসন, চরমপন্থা ও বিশৃঙ্খলা দূর করতে হবে।
তিনি বলেন, আমার সাফ কথা, জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাব। এছাড়া, গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়েও আমি আশাবাদী। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে ভয়াবহতা দেখিয়েছে তা যেন আর না ঘটে।