রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১২:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
মিয়ানমান থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নতুন করে করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়ংর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দেশটির স্টেট ডিপার্টমেন্ট সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সহায়তার মধ্যে ৭০ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। আর ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্যে ৭৮ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্র আশা করছে, এই সহায়তা মিয়নমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচাতে সাগায্য করবে। এ ছাড়া দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রেও রোহিঙ্গাদের সাহায্য করবে এই সহায়তা তহবিল। একই সঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোরও সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা তহবিল রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।
২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলার সহায়তা তহবিল পাঠিয়েছে। এর মধ্যে ২ দশমিক ১ বিলিয়ন ডলারই পাঠিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য। এর মধ্যে ১ দশমিক ৩ ডলার পাঠিয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ।
মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।