অস্ট্রেলিয়াকে ১৪-তে থামিয়ে ইংল্যান্ডের ১-৭
- আপডেট সময় : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। একইসঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের জয়রথ টানা ১৪ ম্যাচে উন্নীত করেছিল ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। অবশেষে ১৫তম ম্যাচে এসে গতকাল মঙ্গলবার চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে হারের তেতো স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া।
রিভারসাইডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। রান তাড়ায় অধিনায়ক হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে (৯৪ বলে অপরাজিত ১১০ রান) ৩৭.৪ ওভারে ২৫৪ রানে পৌঁছায় ইংলিশরা। এমন সময় ঝুম বৃষ্টি নামে রিভারসাইডে। দীর্ঘ সময় অপেক্ষা করেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় বৃষ্টি আইনে ৪৬ রানের জয় পায় ইংল্যান্ড। একইসঙ্গে ব্যবধান কমিয়ে (২-১) সিরিজের আশা বাঁচিয়ে রাখল হ্যারি ব্রুক-ফিল সল্টরা।
গতকালের আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ৭ বারের দেখাতেই হারের মুখ দেখেছিল ইংল্যান্ড। অথচ তার আগের ১৫ বারের মুখোমুখি দেখায় ১২ ম্যাচেই জিতেছিল ইংলিশরা।
ইংল্যান্ডের অপেক্ষা ফুরানো জয়ের নেতৃত্ব দেওয়া হ্যারি ব্রুকের নামও গতকাল রেকর্ড বইয়ে উঠেছে। ইংল্যান্ডের সবচেয়ে কমবয়সী অধিনায়ক হিসেবে সেঞ্চুরির মালিক হলেন ব্রুক। এছাড়া অধিনায়ক হিসেবে ওয়ানডেতে অস্ট্রেয়ার বিপক্ষে সেঞ্চুরিতে পাওয়া মাত্র চতুর্থ ইংলিশ ক্রিকেটার ২৫ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান।
গতকাল অসুস্থতার কারণে খেলতে পারেননি অ্যাডাম জাম্পা। এছাড়া ট্রাভিস হেডকেও এ ম্যাচে বিশ্রাম দিয়েছিল সফরকারীরা। ম্যাথু শর্টের সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামেন অধিনায়ক মিচেল মার্শ। কিন্তু দলীয় ২১ রানেই জোফরা আর্চারের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দেন শর্ট (১৪)। মিচেল মার্শই ইনিংস খুব বেশি বড় করতে পারেননি (২৪)। তবে স্টিভেন স্মিথের ফিফটি (৮২ বলে ৬০ রান) ও ক্যামেরন গ্রিনের ৪৯ বলে ৪২ রানের সৌজন্যে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া।
সে ভিতের ওপর দাঁড়িয়ে শেষ দিকে অ্যালেক্স ক্যারি ৬৫ বলে অপরাজিত ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের ২৫ বলে ৩০ রান ও অ্যারন হার্ডির বিধ্বংসী ব্যাটিংয়ে (২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রান) ৩০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
রান তাড়ায় ইংলিশদের শুরুটা মোটেও সুখকর হয়নি। দলীয় ১১ রানের মধ্যেই দুই ওপেনার সল্ট ও বেন ডাকেটের উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। সেখান থেকে উইল জ্যাকসকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক ব্রুক। দুজন তৃতীয় উইকেট জুটিতে ১৫৬ রান যোগ করেন ইংলিশ স্কোরবোর্ডে। জ্যাকস ৮২ বলে ৮৪ রান করে ড্রেসিংরুমে ফেরত গেলেও অপরপ্রান্তে সহজাত ব্যাটিং চালিয়ে যান ব্রুক। ৮৭ বলে পেয়ে যান সেঞ্চুরির দেখা। ১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ব্রুকের এটাই প্রথম সেঞ্চুরি।
অধিনায়কের সেঞ্চুরির আগে জ্যামি স্মিথের উইকেট (১৬ বলে ৭ রান) হারায় ইংল্যান্ড। তবে পঞ্চম উইকেট জুটিতে লিয়াম লিভিং স্টোনের সঙ্গে দ্রুত গতিতে (৩৫ বলে ৫৭ রান) রান তুলতে থাকেন ব্রুক। ইনিংসের ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ২৫০-এ পৌঁছায় ইংল্যান্ড। ইনিংসে আর দুবল হতেই জোর বৃষ্টি নামে রিভারসাইডে।