ইংলিশ লিগ কাপে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি এবং লেস্টার সিটি। স্প্যানিশ লিগে জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় আলাভেসকে ৩-২ গোলে হারিয়েছে এমবাপ্পে-রদ্রিগোরা। আর লিগ কাপে ওয়াটফোর্ডকে ২-১ ব্যবধানে সিটিজেনস, বারোকে ৫-০ গোলে হারিয়েছে ব্লুজ। হ্যাটট্রিক করেছেন ক্রিস্টোফার এনকুনকু। ওয়ালসালকে পেনাল্টি শ্যূটআউটে ৩-০ ব্যবধানে হারিয়েছে হামজা চৌধুরীর লেস্টার। গোলশূন্য ছিল নির্ধারিত সময়।
হোম ম্যাচে লুকাস ভাজকুয়েজের গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। বিরতির আগে স্কোরলাইন ২-০ করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকে আরও এগিয়ে নেন রদ্রিগো। ৮৫ ও ৮৬ মিনিটে টানা দুই গোলে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগালেও পারেনি আলাভেস।
অন্যদিকে লিগ কাপে লেস্টারের শুরুর একাদশে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা। নির্ধারিত সময় ম্যাচ গোলশূন্য ছিল। পেনাল্টি শ্যুটআউটে ফক্সদের টানা তিন সফল শটের বিপরীতে, ওয়ালসাল ফুটবলারদের প্রথম তিন শটই ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
এছাড়া ৫ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে চেলসি। হ্যাটট্রিক করেছেন ক্রিস্টোফার এনকুনকু। পেড্রো নেতো আরেকটি গোল করেন। একটি গোল আসে আত্মঘাতি থেকে। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্লুজরা।