সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে জনগণ: রিজভী
- আপডেট সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনসহ সব সংস্কারে বেশি সময় লাগার কথা না বলেও মনে করেন তিনি। এদিকে, বিএনপি নেতা মঈন খান আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে শিগগিরই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।
জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিইটিতে আলোচনা সভার আয়োজন।
অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি সবসময় দেশের স্বার্থ রক্ষায় রাজনীতি করে আর আওয়ামী লীগ দেখেছে ভারতের স্বার্থ। তবে ঐ দেশে ইলিশ রপ্তানিতে কোনো আপত্তি নেই বিএনপির। এসময়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ইস্যুতেও কথা বলেন তিনি।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ ভারতের একজন কেন্দ্রীয় ও প্রভাবশালী মন্ত্রী কথা বলবে, তখন তো আমার আবেগ আসবেই নাহ তারা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। তারা শুধু বন্ধুত্ব চায় ভয়ংকর স্বৈরাশাসক শেখ হাসিনার সাথে। বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না।’
এসময় তিনি বলেন, ‘এখান থেকে সংস্কারের জন্য যে আইন সে আইন সংস্কার করা অসম্ভব নয়। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রের সংবিধানকে তার পছন্দ মতো কেটে খুটে মুড়ির ঠোঙ্গা বানিয়েছেন।’
এদিকে, নাগরিক ঐক্যরে সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সংবাদিকদের কাছে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় এসেছে তা ধরে রাখতে হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘স্বৈরাচারী সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, মান্না সাহেবকে আপনারা সবসময় রাজপথে দেখেছেন। তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। এবং আমরা চাই জনগণের সেই অধিকার নতুন করে সম্পূর্ণভাবে পুন: প্রতিষ্ঠিত হোক।’
রাষ্ট্রের সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে বলেও আশা করেন বিএনপি নেতারা।