শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাছ দিয়ে তৈরি মণ্ডপে পরিবেশ বাঁচানোর সবুজ বার্তা মারা গেছেন ‘ডোরেমন’এর বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা বাংলাদেশের সংস্কার উদ্যোগে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘের ‘বাংলাদেশকে দুর্নীতির রোল মডেল করেছেন শেখ হাসিনা’ গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও প্রেম করছেন মধুমিতা, বিয়ে কবে? শেখ হাসিনাকে ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছে ভারত স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ রাষ্ট্র সংস্কারের ধারা ও পদ্ধতির সূচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই শরৎ শেষ না হতেই উত্তরে শীতের আনাগোনা দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত

দেশ পুনর্গঠনে সাড়ে ৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

অনলাইন ডেস্ক / ৩০ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
দেশ পুনর্গঠনে সাড়ে ৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে পুনর্গঠন করতে এবার সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেলো বাংলাদেশ। যা দেবে বিশ্বব্যাংক। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছে চীন। আর এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস।। যেখানে শাহবাজ শরীফ, দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের পৃষ্ঠা খোলার আহ্বান জানান। আর জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে সংঘটিত প্রত্যেকটি গুমের তদন্ত চেয়ে প্রয়োজনে আয়নাঘর পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছে।

৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিন ছিলো বাংলাদেশের জন্য প্রাপ্তির দিন। উন্নত দেশ ও বিভিন্ন দাতা সংস্থা প্রধানরা এদিন নানা কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে।

সম্মেলনে যোগ দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করতে ইউনূস সরকার আইএফএম, বিশ্বব্যাংক ও এডিবির মতো দাতা সংস্থা প্রধানদের সাথে বৈঠক সেরেছেন। যেখানে দাতা সংস্থাগুলো বাংলাদেশে সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।৷ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আইএমএফ প্রতিনিধি দল এখন বাংলাদেশে সফরে রয়েছে। আর বিশ্বব্যাংক বাংলাদেশ পুনর্গঠনে এ বছর সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করছে।

এদিন ড. ইউনুস বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। যেখানে চীন সরকার বাংলাদেশে নতুন করে সৌর বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োদেশ আগ্রহ দেখান পলে জানান প্রেসসচিব।

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাও। যেখানে আওয়ামী লীগ শাসনামলে গুমের বিষয়টি উঠে আসে। প্রত্যেকটি গুমের তদন্ত চেয়ে আয়না ঘরের রহস্য উদঘাটনের কথা জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন।

এদিকে জাতিসংঘ সম্মেলনে মূল পর্বের দ্বিতীয় দিন বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সার্ক নিয়ে সুখবর দেন ডক্টর মুহাম্নদ ইউনুস। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি আরো শক্তিশালী করতে সার্ককে তিনি পুনরুজ্জীবিত করার কথা বলেন। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে পোষাক ও চামড়া শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখান বলে জানান প্রেস উইং।

এছাড়া এদিন নেপাল ও দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পাশাপাশি তথ্য প্রযুক্তি, সামাজিক বাণিজ্য ও জলবায়ু বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মুহাম্মদ ইউনুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ