ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, রাশিয়ার ওপর প্রচলিত অস্ত্রের হামলা হলে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়ার পরমাণু নীতিতে সর্বশেষ পরিবর্তনের মাধ্যমে এই হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক টেলিভিশন বৈঠকে পুতিন ঘোষণা করেন, প্রস্তাবিত সংশোধনীর অধীনে, ‘যদি কোনো অ-পরমাণু শক্তি রাশিয়ার ওপর হামলা করে’ এবং তাতে ‘কোনো পরমাণু শক্তির সমর্থন বা অংশগ্রহণ থাকে’, তবে তা রাশিয়ান ফেডারেশনের ওপর সম্মিলিত আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

পুতিন জোর দিয়ে বলেন, ‘আমাদের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি সৃষ্টি হলে, রাশিয়া প্রচলিত হামলার প্রতিশোধ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ’

আল জাজিরা জানিয়েছে, পুতিনের এই হুমকি বেশ অস্পষ্ট, যা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের প্রধান ব্যক্তি এবং তাকে এই নতুন নীতির চূড়ান্ত অনুমোদন দিতে হবে।

জানা গেছে, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে, যা রাশিয়ার ভেতরে গভীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। কিয়েভের বাহিনী সম্প্রতি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালানোর পর এই হুমকি এসেছে।

পুতিন সরাসরি ইউক্রেনের নাম উল্লেখ না করলেও বলেন, ‘বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সংশোধনী প্রয়োজনীয়। ’ তিনি যুক্তি দেন, নতুন ঝুঁকি ও হুমকির কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রাশিয়া ধীরগতিতে হলেও ইউক্রেনে নিজেদের সামরিক অভিযানে অগ্রগতি করছে, যদিও দেশটি দুই বছরেরও বেশি সময় ধরে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাচ্ছে। এছাড়াও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সমর্থন বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো।

যুদ্ধ শুরুর পর থেকেই পুতিন বারবার পারমাণবিক হামলার ইঙ্গিত দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হুমকিকে উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। তার প্রধান সহযোগী আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘পুতিনের মন্তব্যগুলো কেবলমাত্র পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই নয়। ’

ইয়ারমাক আরও বলেন, ‘বিশ্বকে ভীত করার মতো রাশিয়ার হাতে আর কোনো উপায় নেই। এই ধরনের ব্ল্যাকমেইল কোনোভাবেই সফল হবে না।

নিউজটি শেয়ার করুন

পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের

আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, রাশিয়ার ওপর প্রচলিত অস্ত্রের হামলা হলে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়ার পরমাণু নীতিতে সর্বশেষ পরিবর্তনের মাধ্যমে এই হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক টেলিভিশন বৈঠকে পুতিন ঘোষণা করেন, প্রস্তাবিত সংশোধনীর অধীনে, ‘যদি কোনো অ-পরমাণু শক্তি রাশিয়ার ওপর হামলা করে’ এবং তাতে ‘কোনো পরমাণু শক্তির সমর্থন বা অংশগ্রহণ থাকে’, তবে তা রাশিয়ান ফেডারেশনের ওপর সম্মিলিত আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

পুতিন জোর দিয়ে বলেন, ‘আমাদের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি সৃষ্টি হলে, রাশিয়া প্রচলিত হামলার প্রতিশোধ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ’

আল জাজিরা জানিয়েছে, পুতিনের এই হুমকি বেশ অস্পষ্ট, যা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের প্রধান ব্যক্তি এবং তাকে এই নতুন নীতির চূড়ান্ত অনুমোদন দিতে হবে।

জানা গেছে, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে, যা রাশিয়ার ভেতরে গভীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। কিয়েভের বাহিনী সম্প্রতি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালানোর পর এই হুমকি এসেছে।

পুতিন সরাসরি ইউক্রেনের নাম উল্লেখ না করলেও বলেন, ‘বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সংশোধনী প্রয়োজনীয়। ’ তিনি যুক্তি দেন, নতুন ঝুঁকি ও হুমকির কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রাশিয়া ধীরগতিতে হলেও ইউক্রেনে নিজেদের সামরিক অভিযানে অগ্রগতি করছে, যদিও দেশটি দুই বছরেরও বেশি সময় ধরে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাচ্ছে। এছাড়াও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সমর্থন বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো।

যুদ্ধ শুরুর পর থেকেই পুতিন বারবার পারমাণবিক হামলার ইঙ্গিত দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হুমকিকে উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। তার প্রধান সহযোগী আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘পুতিনের মন্তব্যগুলো কেবলমাত্র পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই নয়। ’

ইয়ারমাক আরও বলেন, ‘বিশ্বকে ভীত করার মতো রাশিয়ার হাতে আর কোনো উপায় নেই। এই ধরনের ব্ল্যাকমেইল কোনোভাবেই সফল হবে না।