টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশ
- আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বাংলাদেশের নারী ক্রিকেটাদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টায় দুবাইয়ের পথে যাত্রা করে। জাহানারা-নিগাররা পৌঁছে বিশ্রামে কাটাবেন দিনটি। শুক্রবার অনুশীলনের পর শনিবার আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
পরের প্রস্তুতি ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে আগামী সোমবার। টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর বাংলাদেশে হওয়ার কথা থাকলেও ভেন্যু সরে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকছে। খেলা অন্য দেশে হলেও টুর্নামেন্টের আয়োজক কাগজে-কলমে বাংলাদেশই।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের অতীত সুখকর নয়। যদিও এবার সুযোগ আছে ভালো কিছু করার। থাকছে জয় দিয়ে আসর শুরু করার সম্ভাবনা।
গত পাঁচ আসর খেলে ২১ ম্যাচে বাংলাদেশের জয় কেবল দুটিতে। টানা ১৬ ম্যাচে দেখা যায়নি জয়ের মুখ। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতেই সবশেষ জয়টি এসেছিল। ১০ বছর আগের জয়ী দলের জাহানারা আলম ও ফাহিমা খাতুন ছাড়া আর কেউ নেই এবারের দলে।
খরা কাটানোর মোক্ষম সুযোগ রয়েছে এবার। গ্রুপপর্বে শুরুতেই দেখা হবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের সঙ্গে।
আমিরাতে বিশ্বকাপের নবম আসরে এ-গ্রুপে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
আর বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। শারজায় নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।