ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত প্রতিবেশীদের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চায় না এবং আশা করে না যে, প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক গতিবিধি ভারত যা পছন্দ করতে পারে, সেটা মেনে চলবে। তবে দিল্লি আত্মবিশ্বাসী, পরস্পরের নির্ভরতার মৌলিক বাস্তবতা প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক গঠনমূলক ও ইতিবাচক থাকা নিশ্চিত করবে। খবর হিন্দুস্তান টাইমস।
রাজপথে বিক্ষোভের মধ্যদিয়ে বাংলাদেশে এবং নির্বাচনের মাধ্যমে শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের ফলে দিল্লির সঙ্গে ঢাকা ও কলম্বোর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, ভারত দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক আঞ্চলিকতা গড়ে তোলার দিকে মনোনিবেশ করছে।
নিউইয়র্কে এশিয়া সোসাইটিতে একটি আলোচনা সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেশীদের প্রতি দেশটির ‘অনুপযোগী’ দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ব্যাপারে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়।
এ সময় এস জয়শঙ্কর বলেন, ‘পররাষ্ট্রনীতিতে একটি দেশ যা করতে পারে, তা হলো-অন্য একটি দেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে, প্রত্যাশা ও প্রতিক্রিয়া জানাতে। পারস্পরিক নির্ভরতার বাস্তবতা, পারস্পরিক সুযোগ-সুবিধা এবং আমাদের একসঙ্গে থাকার সক্ষমতা উভয় দেশের স্বার্থকেই পুনরুদ্ধার করবে। এটাই ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, আমাদের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে।’