০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লা লিগায় জয়রথ ছুটছে বার্সেলোনার

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট : ১১:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২২ দেখেছেন

লা লিগায় গেতাফের বিপক্ষে কষ্টার্জিত জয়ে জয়রথ ছুটছে বার্সেলোনার। রর্বাট লেভানদোভস্কির একমাত্র গোলে গেতাফকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালান জায়ান্টরা।

২০১৭ সালের পর আবারও লিগে প্রথম ৭ ম্যাচে শতভাগ জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

লিগে চলতি মৌসুমে বার্সাকে প্রথম মাটিতে নামানোর সুযোগ পেয়েছিলো পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা গেতাফে। কিন্তু মায়োরালের সহজ সুযোগ মিসে সেটা আর হয়নি।
বার্সেলোনার ঘরের মাঠে প্রথম ১৫ মিনিট আধিপত্য দেখায় গেতাফে। এই সময়ের মধ্যে বেশকিছু সুযোগ তৈরি করে সফরকারীরা। এরপর অবশ্য নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় বার্সা। এতেই ১৯ মিনিটে বাজিমাত তাদের। কুন্দের ক্রসে গেতাফের গোলরক্ষক দাভিদ সোরিয়া বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে ফাঁকাতে থাকা লেভানদোভস্কি সহজে বল জালে জড়ান।

এরপর ৩১ মিনিটে আবারও বল জালে জড়ান লেভা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়। গোল বাতিলের হতাশা নিয়েই বিরতিতে যায় কাতালান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘরের মাঠে প্রতিপক্ষের উপরে চাপ ধরের রাখে বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়াদের আক্রমণের মুখো বার-বার বাঁধা হয়ে দাঁড়ান সোরিয়া। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া গেতাফে সেরা সুযোগটা পেয়েছিলো যোগ করা সময়ে।

পেনাল্টি স্পটের কাছে ক্রস পেয়েও ঠিক মতো বলে পা লাগাতে পারেননি মায়োরাল। এতেই ১-০ গোলের হারি নিয়ে মাঠ ছাড়তে হয় গেতাফকে। ৭ ম্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় জয়রথ ছুটছে বার্সেলোনার

আপডেট : ১১:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

লা লিগায় গেতাফের বিপক্ষে কষ্টার্জিত জয়ে জয়রথ ছুটছে বার্সেলোনার। রর্বাট লেভানদোভস্কির একমাত্র গোলে গেতাফকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালান জায়ান্টরা।

২০১৭ সালের পর আবারও লিগে প্রথম ৭ ম্যাচে শতভাগ জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

লিগে চলতি মৌসুমে বার্সাকে প্রথম মাটিতে নামানোর সুযোগ পেয়েছিলো পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা গেতাফে। কিন্তু মায়োরালের সহজ সুযোগ মিসে সেটা আর হয়নি।
বার্সেলোনার ঘরের মাঠে প্রথম ১৫ মিনিট আধিপত্য দেখায় গেতাফে। এই সময়ের মধ্যে বেশকিছু সুযোগ তৈরি করে সফরকারীরা। এরপর অবশ্য নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় বার্সা। এতেই ১৯ মিনিটে বাজিমাত তাদের। কুন্দের ক্রসে গেতাফের গোলরক্ষক দাভিদ সোরিয়া বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে ফাঁকাতে থাকা লেভানদোভস্কি সহজে বল জালে জড়ান।

এরপর ৩১ মিনিটে আবারও বল জালে জড়ান লেভা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়। গোল বাতিলের হতাশা নিয়েই বিরতিতে যায় কাতালান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘরের মাঠে প্রতিপক্ষের উপরে চাপ ধরের রাখে বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়াদের আক্রমণের মুখো বার-বার বাঁধা হয়ে দাঁড়ান সোরিয়া। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া গেতাফে সেরা সুযোগটা পেয়েছিলো যোগ করা সময়ে।

পেনাল্টি স্পটের কাছে ক্রস পেয়েও ঠিক মতো বলে পা লাগাতে পারেননি মায়োরাল। এতেই ১-০ গোলের হারি নিয়ে মাঠ ছাড়তে হয় গেতাফকে। ৭ ম্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।