হুন্ডির দৌরাত্ম্যে সরকারের হস্তক্ষেপ কামনা প্রবাসীদের
- আপডেট সময় : ১১:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে
সৌদি আরবে নিয়ন্ত্রণে আসছে না হুন্ডির দৌরাত্ম্য। বৈধ প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠালেও যাদের আকামার মেয়াদ নেই, সেইসব প্রবাসীরা বেছে নিচ্ছেন হুন্ডির পথ। আকামার মেয়াদ না থাকলেও পাসপোর্ট নাম্বার দিয়ে ব্যাংকে টাকা পাঠানোর সুযোগ চান তারা। এর জন্য অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা।
দেশের প্রবাসী আয়ের বড় উৎস মধ্যপ্রাচ্য। বহু বছর ধরেই দেশের রেমিট্যান্স আয়ের শীর্ষে রয়েছে সৌদি আরবের নাম। আবার বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রধান বাজারও ছিল দেশটি। তবে সম্প্রতি সৌদি থেকে রেমিট্যান্স প্রবাহে পড়েছে ভাটা।
বর্তমানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর পরিবর্তে অনেকেই বেছে নিচ্ছেন হুন্ডির পথ। কেননা, এদের বেশিরভাগেরই নেই আকামার মেয়াদ। তাই ইচ্ছা থাকলেও বৈধ পথে অর্থ পাঠাতে পারছেন না তারা। সমস্যা সমাধানে পাসপোর্ট নম্বর দিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ চান তারা।
এছাড়াও, অবৈধ প্রবাসীদের বৈধ করতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও সৌদি সরকারের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী বাংলাদেশিরা।
বর্তমানে সৌদি আরব থেকে আল রাজি, ইনজাজ, এসএনবি, টেলি মানি, কুইক পেসহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠান প্রবাসীরা।