অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে

ছাত্র জনতার গণআন্দোলনে স্বৈরাচারের পতনের পর বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন পূনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসময় জাতিসংঘের মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে।