ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সবার সঙ্গে মিলেমিশে চলতে চাই : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভারতের বিষয়ে আমাদের আলাদা কোনো মন্তব্য নেই। ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে, সবার সঙ্গে মিলেমিশে চলতে চাই।’

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বতী সরকার প্রসঙ্গে বলেন, ‘মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা ঐকমত্যের ভিত্তিতে তাঁদের ওপর দায়িত্ব দিয়েছি। সুতরাং, তাঁরা যদি ভালো কিছু করে, দেশবাসী উপকৃত হবে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং কাজ হয়েছে। মানুষ হিসেবে তাঁদের জন্য দোয়া করা উচিত, যাতে তারা মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হন।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমীনের সভাপতিত্বে দায়িত্বশীল সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন ও মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান বক্তব্য দেন। চুয়ডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সবার সঙ্গে মিলেমিশে চলতে চাই : জামায়াত আমির

আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভারতের বিষয়ে আমাদের আলাদা কোনো মন্তব্য নেই। ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে, সবার সঙ্গে মিলেমিশে চলতে চাই।’

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বতী সরকার প্রসঙ্গে বলেন, ‘মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা ঐকমত্যের ভিত্তিতে তাঁদের ওপর দায়িত্ব দিয়েছি। সুতরাং, তাঁরা যদি ভালো কিছু করে, দেশবাসী উপকৃত হবে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং কাজ হয়েছে। মানুষ হিসেবে তাঁদের জন্য দোয়া করা উচিত, যাতে তারা মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হন।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমীনের সভাপতিত্বে দায়িত্বশীল সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন ও মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান বক্তব্য দেন। চুয়ডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।