হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করেছে ইসরাইল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতভর ইসরাইলি হামলায় লেবাননে কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চল ও দক্ষিণ বৈরুতে শিগগিরই হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী, আইডিএফ। হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত পাঁচ হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহারের অভিযোগ জানিয়েছে ইরান। জাতিসংঘ মহাসচিবের দাবি, সংঘাত বন্ধ করতে না পারলে যুদ্ধে জড়াতে পারে বাইরের আরও অনেক পক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় আইডিএফ জানিয়েছে, বিশ্ববাসীকে সন্ত্রাসী কার্যক্রমে আতংকিত করতে পারবেন না নাসরাল্লাহ। হিজবুল্লাহ প্রধানের সঙ্গে নিহত হয়েছেন গোষ্ঠীটির দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলি কারাকি।
শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চল দেহিয়েতে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরে চালানো হয় বিমান হামলা। এরপর থেকে আলোচনায় আসে হাসান নাসরাল্লাহ জীবিত আছেন কী না। আইডিএফ এর প্রধান হার্জি হালেভি জানান, বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে শত্রুদের হত্যার সক্ষমতা রাখে ইসরাইল। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে নাসরাল্লাহ’র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাত শতাধিক মানুষকে হত্যার পরেও লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। শুক্রবার রাত থেকে আবারও হামলার শিকার দেশটির দক্ষিণাঞ্চল ও দক্ষিণ বৈরুত। এতে প্রাণহানি বাড়ার পাশাপাশি ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, নতুন দফা হামলার লক্ষ্য হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনা। বৈরুতের দাহিয়ে অঞ্চলে বেসামরিক ভবনের আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখা হয়েছে জাহাজ বিধ্বংসী মিসাইল। ইসরাইল ও আন্তর্জাতিক সমুদ্রপথের সুরক্ষায় শিগগিরই দাহিয়েতে হামলা চালানোর ঘোষণা আইডিএফের।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘কয়েকঘণ্টার মধ্যে হিজবুল্লাহর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান বৈরুতের দাহিয়েতে হামলা চালাতে যাচ্ছি। এখানের তিনটি ভবনের নিচে অসংখ্য মিসাইল লুকিয়ে রাখা হয়েছে। বেসামরিক নাগরিকরা দ্রুত এই এলাকা ত্যাগ করুন।’
আগ্রাসনের জবাবে ইসরাইলের অভ্যন্তরে অর্ধশত রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যদিও একটি বাদে সবকটি রকেটই ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার বিষয়টি উঠে আসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। এসময় গাজার পর লেবাননে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলায় ইসরাইলের সমালোচনা করে বিশ্বের বিভিন্ন দেশ। ইরানের অভিযোগ, লেবাননে সাধারণ মানুষের ওপর হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত পাঁচ হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে ইসরাইল। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দাবি, সংঘাত বন্ধ করতে না পারলে যুদ্ধে জড়াতে পারে বাইরের পক্ষ-বিপক্ষ। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স, রাশিয়া ও জর্ডান।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘ইসরাইলের সামরিক বাহিনী বৈরুতে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও হিজবুল্লাহর সদর দপ্তরে হিসেবে হামলার কথা তারা জানিয়েছে। লেবানন যুদ্ধ বন্ধ করা সম্ভব না হলে বইরের পক্ষ-বিপক্ষ এতে জড়িয়ে পড়তে পারে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য ইসরাইল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। আজ সকালে লেবাননে পাঁচ হাজার পাউন্ডের কয়েকটি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছে ইসরাইল। যা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই অপরাধে জড়িত থাকার দায় যুক্তরাষ্ট্র এড়াতে পারে না।’
তবে লেবাননে সাধারণ জনগণের বদলে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরাইল।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘খারাপ লোকেরা একত্রিত হয়েছিল। তারা ইসরাইলের আবারও হামলার পরিকল্পনা করছিল। তাই আমরা এমন পদক্ষেপ নিয়েছি যাতে এমন কাজ কেউ না করতে পারে।’
এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার পর নিজ নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে কানাডা।