ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
- আপডেট সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
গাজীপুরে সোনালী ব্যাংকের কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে এবং ফাঁকা গুলি ছুঁড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর সদরের সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শহিদুজ্জামান বলেন, ‘শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংকের উপশাখা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় জমা দিতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা সুরভী আক্তারসহ দুই আনসার সদস্য। এসময় মোটরসাইকেলযোগে ৮/১০ জন দুর্বৃত্ত তাদের বহনকারী অটোরিকশা থামিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে ব্যাংকের প্রায় ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহেদুল ইসলাম বলেন, ‘সোনালী ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’