হিজবুল্লাহ প্রধানের হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের
- আপডেট সময় : ০১:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ইসরাইলের হামলায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিশ্বের মুসলিমদের লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও, ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, হাসান নাসরুল্লাহ একক কোনও ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি পথ ও একটি চিন্তাধারা। এই পথ অব্যাহত থাকবে। শহিদের রক্তের প্রতিশোধে ছাড় দেয়া হবে না।
বিশ্বের মুসলিমদের ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামার ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা লেবাননের পাশে দাঁড়ান। দুষ্ট শাসনের (ইসরাইল) বিরুদ্ধে লড়াইয়ে গর্বিত হিজবুল্লাহ আমাদের বন্ধু।’
এদিকে, হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ড প্রতিরোধ যোদ্ধাদের আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ আমেরিকা থেকে জারি করা হয়েছিল।
গত শুক্রবার ইসরাইলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। শনিবার এক বিবৃতিতে তা নিশ্চিত করে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ।