ম্যানসিটিকে টপকে শীর্ষে লিভারপুল, অঘটনের শিকার বার্সেলোনা
- আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। উলভসকে হারিয়েছে ২-১ গোলে। আর টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো ম্যানসিটি। নিউক্যাসলের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তবে রোমাঞ্চ ছড়িয়ে লেস্টারের সঙ্গে জিতেছে আর্সেনাল।
অন্যদিকে জয়ের স্বাদ পেয়েছে চেলসিও। বুন্দেসলিগায় বায়ার্নের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন লেভারকুসেন। সিরি আয় জিতেছে ইন্টার ও জুভেন্টাস। তবে লা লিগায় অঘটনের শিকার উড়তে থাকা বার্সেলোনা। ওসাসুনার কাছে হেরেছে ৪-২ গোলে।
টানা ৭ ম্যাচ জয়ের পর প্রথম হার ব্লগরানাদের। ঘরের মাঠে ১০ মিনিটের ব্যবধানে প্রথমার্ধে জোড়া গোলের লিড ওসাসুনার। স্কোরশিটে নাম লেখান আন্তে বুদিমির ও ব্রায়ান সারাগোসা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফেরে ১৯৯৫ সালের পর সবচেয়ে তরুণ দল নিয়ে খেলতে নামা বার্সেলোনা।
প্রতিপক্ষের ভুলে, বার্সা জার্সিতে পাউ ভিক্টরের প্রথম গোল। এরপর আবার জোড়া গোল ওসাসুনার। স্পটকিক থেকে বুদিমিরের পর, স্কোরলাইন ৪-১ করেন ব্রেতোনেস। শেষ মুহূর্তে বদলি নামা লামিন ইয়ামালের গোল শুধু হারের ব্যবধান কমিয়েছে। তবুও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে টপকে শীর্ষে ওঠার সেরা সুযোগ কাজে লাগিয়েছে লিভারপুল। মলিনিয়াক্স স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে ডেডলক ভাঙেন ইব্রাহিমা কোনাতে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রায়ান নোরির গোলে ম্যাচে ফিরে উলভস। পাঁচ মিনিটের ব্যবধানে সালাহর সফল স্পটকিকে জয় নিশ্চিত হয় লিভারপুলের।