চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণে একজন শিক্ষানবিশ ক্যাডেটসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে।
ডলফিন জেটি-৭ এ অবস্থানরত বিএসসি এর শিপ বাংলার জ্যোতিতে আগুন লাগলে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩টি টিম আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে যোগ দেয় সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ টি ইউনিট।
আগুনের সময় বিস্ফোরণে শিক্ষানবিশ ক্যাডেট সৌরভ ও ওয়ার্কশপ কর্মী নুরুল ইসলামের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। তারা হলেন, মেরিন ওয়ার্কশপের কর্মী হারুন।
বাংলার জ্যোতির মালিকানা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। জাহাজে থাকা ১১ হাজার ৭শ’ টন তেল সুরক্ষিত আছে।
তিনি আরও জানান, আমদানি করা তেল পরিবহন করে এই ট্যাংকারটি।
ডলফিন জেটি-৭ এ অবস্থানরত বিএসসি এর শিপ বাংলার জ্যোতিতে আগুন লাগলে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩টি টিম আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে যোগ দেয় সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ টি ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।