ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কানপুর টেস্ট: ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানপুর টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে ২৬ রানে।

ক্রিজে অপরাজিত থেকে ব্যাট করছেন সাদমান ইসলাম ও মমিনুল হক। এই টেস্টে টিকে থাকতে হলে আগামীকাল পঞ্চমদিনে দ্বায়িত্বশীল হয়ে খেলতে হবে টিম টাইগারদের। অন্যদিকে, ভারতের লক্ষ্য থাকবে দ্রুত বাংলাদেশকে আউট করে ফল বের করে নিয়ে আসা।

এরআগে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। সেখানে ৫২ রানের লিড পেয়েছিলো ভারত।

বৃষ্টি-বিঘিœত টেস্ট ম্যাচে ফলাফল বের করে আনার তাগিদে একেবারেই ভিন্ন এক পথ ধরে ভারত। বৃষ্টিতে প্রায় আড়াইদিন নষ্ট হলেও কানপুর টেস্টে ফলাফল বের করতে মরিয়া তারা। সে কারণেই রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়াল মিলে প্রথম ইনিংসে শুরু করেন টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং। আর তাতে চা বিরতির আগে ১৬ ওভারে ভারত তুলেছে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান।

বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ব্যাট করতে নামে ভারত। নেমেই দুই ওভারে ২৯, তিন ওভার শেষে ৫১। ভারতের ওপেনাররা ব্যাট করতে নেমে মাত্র ৩ ওভারেই জন্ম দিলেন বিশ্বরেকর্ডের। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দলীয় অর্ধশত পূরণ করেছে রোহিত-জয়সাওয়াল জুটি।

টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় ফিফটির পাশাপাশি ইংল্যান্ডের বাইরে প্রথম দেশ হিসেবে ৫ ওভারের আগে টেস্টে দলীয় ৫০ রান পূরণ করেছে তারা। দ্রুততম ফিফটির এর আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের। ৪.২ ওভারে চলতি বছর নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রান পূরণ করেছিল ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

কানপুর টেস্ট: ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১১:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

কানপুর টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে ২৬ রানে।

ক্রিজে অপরাজিত থেকে ব্যাট করছেন সাদমান ইসলাম ও মমিনুল হক। এই টেস্টে টিকে থাকতে হলে আগামীকাল পঞ্চমদিনে দ্বায়িত্বশীল হয়ে খেলতে হবে টিম টাইগারদের। অন্যদিকে, ভারতের লক্ষ্য থাকবে দ্রুত বাংলাদেশকে আউট করে ফল বের করে নিয়ে আসা।

এরআগে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। সেখানে ৫২ রানের লিড পেয়েছিলো ভারত।

বৃষ্টি-বিঘিœত টেস্ট ম্যাচে ফলাফল বের করে আনার তাগিদে একেবারেই ভিন্ন এক পথ ধরে ভারত। বৃষ্টিতে প্রায় আড়াইদিন নষ্ট হলেও কানপুর টেস্টে ফলাফল বের করতে মরিয়া তারা। সে কারণেই রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়াল মিলে প্রথম ইনিংসে শুরু করেন টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং। আর তাতে চা বিরতির আগে ১৬ ওভারে ভারত তুলেছে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান।

বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ব্যাট করতে নামে ভারত। নেমেই দুই ওভারে ২৯, তিন ওভার শেষে ৫১। ভারতের ওপেনাররা ব্যাট করতে নেমে মাত্র ৩ ওভারেই জন্ম দিলেন বিশ্বরেকর্ডের। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দলীয় অর্ধশত পূরণ করেছে রোহিত-জয়সাওয়াল জুটি।

টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় ফিফটির পাশাপাশি ইংল্যান্ডের বাইরে প্রথম দেশ হিসেবে ৫ ওভারের আগে টেস্টে দলীয় ৫০ রান পূরণ করেছে তারা। দ্রুততম ফিফটির এর আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের। ৪.২ ওভারে চলতি বছর নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রান পূরণ করেছিল ইংল্যান্ড।