যত অন্যায় তার ৯০ ভাগই শেখ হাসিনার : কাদের সিদ্দিকী
- আপডেট সময় : ১১:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
‘গত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। এ সময়ে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগই শেখ হাসিনা করেছে।’ আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের করের বেতকা গ্রামের নিহত সেনা কর্মকর্তা তানজীম সরোয়ার নির্জনের বাড়িতে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এ মন্তব্য করেন। এ সেনা কর্মকর্তা সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের হাতে নিহত হন।
কাদের সিদ্দিকী বলেন, অল্প কয়েক দিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে। একটা বিপ্লব বলা চলে, মহাবিপ্লবও বলা চলে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তবে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সে জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।
কাদের সিদ্দিকী আরও বলেন, গত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার ছিল। আমি বলব না—এটা আওয়ামী লীগের সরকার ছিল না, মানুষের সরকারও ছিল না। শেখ হাসিনার সরকার ছিল। এ সময়ে যতটুকু অন্যায় করেছে তাঁর ৯০ ভাগই শেখ হাসিনা করেছে।
একটা সেনাবাহিনীর সদস্যে গায়ে ডাকাত-চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আইনকানুন বলতে কিছু নেই বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।