ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় সালমান এফ রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (বুধবার, ২ অক্টোবর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেক মামলায় ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দোহার থানার মামলায় ৩ এবং নবাবগঞ্জ থানার মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফাতেমা নামের একজনকে হত্যাচেষ্টা মামলায় ঢাকার নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা সালমান এফ রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে দোহার থানার আরেক হত্যা মামলায় আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, ‘সালমান এফ রহমানে দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন।’ তবে তার আইনজীবীর দাবি তিনি এসব মামলার সঙ্গে জড়িত নন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত নবাবগঞ্জ থানার মামলায় সালমান এফ রহমানের চারদিন ও দোহার থানার মামলায় তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে বাদীকে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। আর ৪ আগস্টে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর সময় বাদীকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।