‘প্রশাসনে লুকিয়ে আছে স্বৈরাচারের দোসর’
- আপডেট সময় : ০১:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সময় থাকতে সরে যেতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তাদেরকে হুশিয়ার করে দিয়ে জাহিদ হোসেন বলেন, নেমে যান নয়তো জনগণ বাধ্য করবে। তিনি আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের ত্রাণ কমিটির ব্রিফিং-এ এ কথা বলেন।
জাহিদ হোসেন জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলার পর এখন পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে বিএনপি। কৃষি সামগ্রী বিতরণের পর ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। বন্যায় নিহতদের সকলের পরিবারকে পুনর্বাসনে উদ্যোগ নেয়া হয়েছে।
বন্যা মোকাবেলায় বিএনপি এ পর্যন্ত বিশ কোটি টাকার বেশি সহায়তা সংগ্রহ করেছে বলে জানান জাহিদ হোসেন। দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের কাছ থেকে সহায়তা এসেছে বলে জানান তিনি।
এ সময় জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা। তা যাতে দ্রুত অর্জিত হয় এটা নিশ্চিত করতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীরা নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান।