ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৫৫ জন নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫৬ জন। গত দুইসপ্তাহ ধরে দেশটিতে ইসরাইলের বোমা হামলায় এখন পর্যন্ত প্রায় হারিয়েছে এক হাজারের বেশি লেবানিজ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এই সময়ে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

এর আগের দিন অর্থাৎ সোমবার ইসরায়েলি হামলায় এক দিনে ৯৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই দিন আহত হন ১৭২ জন। এদিকে গতকাল এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরাইলের সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তসংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে।

দুই সপ্তাহ ধরে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লেবাননে ইসরাইল যে স্থল অভিযান চালাবে, তা তাদের গত কয়েক দিনের কর্মকাণ্ড থেকেই বোঝা যাচ্ছিল। এর আগে ২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে মাসব্যাপী যুদ্ধ চালিয়েছিল ইসরাইল। এখন সবার প্রত্যাশা, পরিস্থিতি যেন অন্তত সে পর্যায়ে না পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৫৫ জন নিহত

আপডেট সময় : ০১:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫৬ জন। গত দুইসপ্তাহ ধরে দেশটিতে ইসরাইলের বোমা হামলায় এখন পর্যন্ত প্রায় হারিয়েছে এক হাজারের বেশি লেবানিজ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এই সময়ে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

এর আগের দিন অর্থাৎ সোমবার ইসরায়েলি হামলায় এক দিনে ৯৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই দিন আহত হন ১৭২ জন। এদিকে গতকাল এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরাইলের সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তসংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে।

দুই সপ্তাহ ধরে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লেবাননে ইসরাইল যে স্থল অভিযান চালাবে, তা তাদের গত কয়েক দিনের কর্মকাণ্ড থেকেই বোঝা যাচ্ছিল। এর আগে ২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে মাসব্যাপী যুদ্ধ চালিয়েছিল ইসরাইল। এখন সবার প্রত্যাশা, পরিস্থিতি যেন অন্তত সে পর্যায়ে না পৌঁছায়।