লেবাননে ইসরায়েলের স্থল হামলায় আহত ৫ বাংলাদেশি
- আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে বিমান হামলার পর এবার শুরু করেছে স্থল অভিযান। মঙ্গলবার থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এই নতুন অভিযান নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গত দুই সপ্তাহে পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন। বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয়প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
আহতদের মধ্যে আব্দুল মোতালেব, নোয়াখালীর বাসিন্দা। তার মাথায় আঘাত লেগেছিল, তবে তিনি এখন সুস্থ আছেন। এছাড়া, নরসিংদীর রেহানা বেগমও আহত হয়েছেন; তিনি বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর চৌইফাত এলাকায় আহত হন সুনামগঞ্জের মুহাম্মদ জনি। তাকে কামাল জুম্বল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গত ২৩ সেপ্টেম্বর আহত হওয়া রানু বেগমও বর্তমানে আশঙ্কামুক্ত।
লেবাননের পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। এতে করে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে। লেবাননে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তার জন্য তাই দূতাবাস থেকে জরুরি হটলাইন চালু করা হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে দেশে ফেরার পরামর্শও দেওয়া হচ্ছে। নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক-৭১২১৭১৩৯, হটলাইন নাম্বার-৭০৬৩৫২৭৮, হেল্পলাইন নাম্বার-৮১৭৪৪২০৭ ও beirut.mission@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি নিরাপত্তা পরিষদ হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে সীমিত স্থল অভিযান শুরু করেছে তারা।
এদিকে, হিজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাইম কাসেম বলেছেন, হিজবুল্লাহ স্থল হামলার জন্য প্রস্তুত রয়েছে এবং এ যুদ্ধ দীর্ঘমেয়াদি হতে পারে। মার্কিন প্রশাসনের বরাত দিয়ে এপি জানিয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।