হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ১৮
- আপডেট সময় : ০৮:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৮ সেনা আহত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে দখলদার ইসরায়েলের সেনাদের টার্গেট করে হামলা চালায় হিজবুল্লাহ। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
তবে হতাহতদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। এর আগে মঙ্গলবার (০১ অক্টোবর) লেবাননে প্রথম স্থল হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। পরে বুধবার হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়। আল জাজিরা বলছে, লেবাননে ইসরায়েলের স্থল হামলা হবে খুবই চ্যালেঞ্জিং।
আলজাজিরা জানিয়েছে, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ যে অতর্কিত হামলা চালিয়েছে এটিকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে। এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তবে শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল দখলদার বাহিনী।