ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি শহিদ সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় দু’পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক উভয়কেই ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ আগস্ট রাতে নিহত রঞ্জুর স্ত্রী পৌরসভার মাছুমপুর মহল্লার মৌসুমী খাতুন, ছাত্রদলের কর্মী নিহত সুমনের বাবা শহরের গয়লা মহল্লার গঞ্জের আলী এবং একই মহল্লার নিহত যুবদলকর্মী আব্দুল লতিফের বোন মোছা. সালেহা খাতুন বাদী হয়ে এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া সাবেক এই সংসদ সদস্য ও তার স্বামী শামীম তালুকদার লাবু’র নামে আরও ২টি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।

এর আগে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার থেকে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু ৭ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি শহিদ সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় দু’পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক উভয়কেই ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ আগস্ট রাতে নিহত রঞ্জুর স্ত্রী পৌরসভার মাছুমপুর মহল্লার মৌসুমী খাতুন, ছাত্রদলের কর্মী নিহত সুমনের বাবা শহরের গয়লা মহল্লার গঞ্জের আলী এবং একই মহল্লার নিহত যুবদলকর্মী আব্দুল লতিফের বোন মোছা. সালেহা খাতুন বাদী হয়ে এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া সাবেক এই সংসদ সদস্য ও তার স্বামী শামীম তালুকদার লাবু’র নামে আরও ২টি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।

এর আগে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার থেকে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র‌্যাব।