‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত বিইউবিটির ছাত্র তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া আইনের সংস্কার সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রেখেছিলো।
তিনি বলেন, পুলিশ, প্রশাসন সবখানেই ফ্যাসিস্টদের আশীর্বাদপুষ্টরা এখনো ঘাপটি মেরে আছে। তাদের পুনরুত্থান হলে গণতন্ত্রকে আবারো হত্যা করা হবে। তাই অতিদ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে বলে জানান রিজভী।