ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৩৮৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আট সেনা সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহতের খবর এলো।

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্কগুলো ধ্বংস করেছে। তাদের বিপক্ষকে পেছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট সেনা ও গোলাবারুদ রয়েছে।

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছিল, লেবাননের সীমান্ত গ্রামগুলোতে ‘সন্ত্রাসবাদী অবকাঠামোতে ’ অভিযানে আরও পদাতিক এবং সাঁজোয়া সৈন্যরা যোগ দিয়েছে।

এদিকে, মধ্য বৈরুতের বাচৌরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন। বৈরুতের কেন্দ্রের এত কাছে এটিই প্রথম ইসরায়েলি হামলা। এ ছাড়া দক্ষিণ উপশহর দাহিয়েতেও হামলা করেছে ইসরায়েল।

বুধবার সন্ধ্যায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেসামরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য না করেই গত ২৪ ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন।

লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, দুই সপ্তাহের ইসরায়েলি হামলা ও অন্যান্য হামলার পর লেবাননে ১২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ১২ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বাহিনীর সৈন্যরা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ‘সন্ত্রাসীদের নির্মূল করেছে এবং সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করেছে’। অভিযানে আট সেনা নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ১২:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আট সেনা সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহতের খবর এলো।

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্কগুলো ধ্বংস করেছে। তাদের বিপক্ষকে পেছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট সেনা ও গোলাবারুদ রয়েছে।

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছিল, লেবাননের সীমান্ত গ্রামগুলোতে ‘সন্ত্রাসবাদী অবকাঠামোতে ’ অভিযানে আরও পদাতিক এবং সাঁজোয়া সৈন্যরা যোগ দিয়েছে।

এদিকে, মধ্য বৈরুতের বাচৌরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন। বৈরুতের কেন্দ্রের এত কাছে এটিই প্রথম ইসরায়েলি হামলা। এ ছাড়া দক্ষিণ উপশহর দাহিয়েতেও হামলা করেছে ইসরায়েল।

বুধবার সন্ধ্যায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেসামরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য না করেই গত ২৪ ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন।

লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, দুই সপ্তাহের ইসরায়েলি হামলা ও অন্যান্য হামলার পর লেবাননে ১২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ১২ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বাহিনীর সৈন্যরা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ‘সন্ত্রাসীদের নির্মূল করেছে এবং সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করেছে’। অভিযানে আট সেনা নিহত হয়েছে।