খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৯:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে মামলা করা হয়েছে। আজ শুক্রবার (৪ঠা অক্টোবর) রাজধানীর গুলশান থানায় বিএনপির পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
বিগত ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে যেতে না দেয়া এবং বাসভবনের সামনের দুইপাশের রাস্তায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা ও বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করার অভিযোগে গুলশান থানায় মামলাটি করা হয়েছে।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রাখা হয়। বাসা থেকে বের হতে প্রতিবন্ধকতা তৈরি করায়, তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
এছাড়া বাসার সামনে পুলিশের প্রতিবন্ধকতা এবং খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয় বলে অভিযোগ বিএনপির।