সংলাপে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি
- আপডেট সময় : ০৩:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / ৩৮৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাল দ্বিতীয় দফায় সংলাপে বসবে বিএনপি। এতে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যৌক্তিক প্রস্তাবনা তুলে ধরার কথা জানিয়েছেন দলটির নীতি নির্ধারক নেতারা। তারা বলছেন, সব সংস্কারে না যেয়ে ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটা প্রয়োজন। এজন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ চান বিএনপি নেতারা।
দুই মাস হতে চললেও রাষ্ট্র সংস্কারের উদ্যোগে ধীরগতিতে কিছুটা প্রশ্নের মুখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে সরকার। সেখানে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করার পাশাপাশি নেয়া হবে দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ।
প্রথম দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আলোচনায় অংশ নেবে বিএনপি। দলটির নীতি নির্ধারক নেতা স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চেšধুরী বলেন, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার সুযোগ নেই, তাই আলোচনায় নির্বাচনকেই প্রাধান্য দিতে চান তারা।
বিএনপি নেতারা বলছেন, সংস্কারে কোনো দ্বিমত নেই তাদের। তবে, কালক্ষেপণ না করে দ্রুত মৌলিক সংস্কারে প্রাধান্য দেয়া উচিত অন্তর্বর্তী সরকারের। নির্বাচনী রোডম্যাপও জানতে চান বিএনপি নেতারা।
ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনার ওপরও জোর দেন বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।