ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে- ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৩৭৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে টেস্ট খেলে বিদায় নিতে চাওয়া সাকিব আল হাসান ইস্যুতে আশার বাণী শুনিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যক্তিগতভাবে ক্রীড়া উপদেষ্টা চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাক।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

দেশে খেলতে এলে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে ।

ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, সাকিব এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।

নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্র“তি দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়।

গত ২৬ সেপ্টেম্বর ভারতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সঙ্গে জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। তবে সেজন্য চেয়েছিলেন পর্যাপ্ত নিরাপত্তা।

তবে এরপরই সাকিবের দেশে খেলে বিদায় নেওয়া নিয়ে শঙ্কা জাগে। বিসিবিকে থেকে জানিয়ে দেওয়া হয় তাঁদের এবিষয়ে তেমন কিছু করার নেই।

সেসময় ক্রীড়া উপদেষ্টা সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সবরকম নিরাপত্তা তাঁকে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে সঙ্গে এও বলেছেন, মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিবকেই নিতে হবে। সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে- ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

দেশে টেস্ট খেলে বিদায় নিতে চাওয়া সাকিব আল হাসান ইস্যুতে আশার বাণী শুনিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যক্তিগতভাবে ক্রীড়া উপদেষ্টা চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাক।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

দেশে খেলতে এলে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে ।

ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, সাকিব এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।

নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্র“তি দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়।

গত ২৬ সেপ্টেম্বর ভারতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সঙ্গে জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। তবে সেজন্য চেয়েছিলেন পর্যাপ্ত নিরাপত্তা।

তবে এরপরই সাকিবের দেশে খেলে বিদায় নেওয়া নিয়ে শঙ্কা জাগে। বিসিবিকে থেকে জানিয়ে দেওয়া হয় তাঁদের এবিষয়ে তেমন কিছু করার নেই।

সেসময় ক্রীড়া উপদেষ্টা সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সবরকম নিরাপত্তা তাঁকে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে সঙ্গে এও বলেছেন, মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিবকেই নিতে হবে। সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দেন তিনি।