ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার (৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ১১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে দুই ওপেনার লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটসের ফিফটিতে ১৩ বল এবং ১০ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে অধিনায়ক হিলি ম্যাথিউসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আরেক ওপেনার কিয়ানা জোসেফ আউট হন পঞ্চম ওভারে ননকুলুলেকো ম্লাবার বলে। চার নম্বরে ব্যাটিংয়ে আসেন অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ডিন্ড্রা ডটিন।

৩টি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে শুরুতে আশা দেখালেও ইনিংসের সপ্তম ওভারে মারিজান ক্যাপের বলে আউট হয়ে ফিরে যান ডটিন। চতুর্থ উইকেটে স্টেফানি টেইলর এবং শেমাইন ক্যাম্পবেলে মিলে ৩০ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন ম্লাবা।

২১ বলে ১৭ রান করে বোল্ড হয়ে ফেরেন ক্যাম্পবেলে। পরের বলে আবারও উইকেট। প্রথম বলেই কট বিহাইন্ড হেনরি। ৬২ রানে ৫ উইকেট হারানোর পর টেইলরের ব্যাটে ধুঁকতে ধুঁকতে ১১৮ রান করে উইন্ডিজ নারীরা। ৪১ বলে ৪৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন টেইলর।

প্রোটিয়া দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন লরা উলভার্ট। ৫৭ রান এসেছে তাজমিন ব্রিটসের ব্যাট থেকে।

নিউজটি শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

শুক্রবার (৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ১১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে দুই ওপেনার লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটসের ফিফটিতে ১৩ বল এবং ১০ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে অধিনায়ক হিলি ম্যাথিউসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আরেক ওপেনার কিয়ানা জোসেফ আউট হন পঞ্চম ওভারে ননকুলুলেকো ম্লাবার বলে। চার নম্বরে ব্যাটিংয়ে আসেন অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ডিন্ড্রা ডটিন।

৩টি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে শুরুতে আশা দেখালেও ইনিংসের সপ্তম ওভারে মারিজান ক্যাপের বলে আউট হয়ে ফিরে যান ডটিন। চতুর্থ উইকেটে স্টেফানি টেইলর এবং শেমাইন ক্যাম্পবেলে মিলে ৩০ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন ম্লাবা।

২১ বলে ১৭ রান করে বোল্ড হয়ে ফেরেন ক্যাম্পবেলে। পরের বলে আবারও উইকেট। প্রথম বলেই কট বিহাইন্ড হেনরি। ৬২ রানে ৫ উইকেট হারানোর পর টেইলরের ব্যাটে ধুঁকতে ধুঁকতে ১১৮ রান করে উইন্ডিজ নারীরা। ৪১ বলে ৪৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন টেইলর।

প্রোটিয়া দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন লরা উলভার্ট। ৫৭ রান এসেছে তাজমিন ব্রিটসের ব্যাট থেকে।