ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের আহ্বান বিএনপির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব মামলা প্রত্যাহার করে শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির আইনজীবীরা বলছেন, সরকার গেজেট প্রকাশ করে, মামলা থেকে অব্যাহতি দিলে, তাঁর ফেরার পথে আর কোনো বাধা থাকবে না।

১৬ বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক-এগারোর জরুরি অবস্থার সরকার ও পরে আওয়ামী লীগের আমলে তাঁর বিরুদ্ধে মামলা হয় অর্ধশতাধিক। এর মধ্যে সাজা হয়েছে ৬ মামলায়, কিছু স্থগিত।

২০০৭ সালে গ্রেপ্তারের পর বন্দিদশায় নির্যাতনের শিকার হন তিনি। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তার লন্ডনে যাওয়া। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর ফেরা হয়নি দেশে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভূত্থানে স্বৈরাচারের পতনের পর তারেক রহমানকে দেশে ফেরানোর প্রত্যাশা তৈরি হয়, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মামলায় অনেকের সাজা মওকুফ বা প্রত্যাহার হলেও বড় ধরনের অগ্রগতি নেই তার বিষয়ে। তাই আইনি দীর্ঘ সূত্রতার দ্রুত অবসান চায় বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত তার ফিরে আসার বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করবে। সব মামলা প্রত্যাহার করে তার নামে যে সাজাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে.. এটা এক ঘণ্টার বিষয়। এটা আজকেই এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করা যাবে।’

আইনজীবীরা বলছেন, সরকার চাইলে আইনি বাধা সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘এই মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা সে কারণে সরকার যদি ইচ্ছা করেন তাহলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারেন। অব্যাহতি দিলে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই বলে আমি মনে করি।’

এই জ্যেষ্ঠ আইনজীবী আরও জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের আহ্বান বিএনপির

আপডেট সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

সব মামলা প্রত্যাহার করে শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির আইনজীবীরা বলছেন, সরকার গেজেট প্রকাশ করে, মামলা থেকে অব্যাহতি দিলে, তাঁর ফেরার পথে আর কোনো বাধা থাকবে না।

১৬ বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক-এগারোর জরুরি অবস্থার সরকার ও পরে আওয়ামী লীগের আমলে তাঁর বিরুদ্ধে মামলা হয় অর্ধশতাধিক। এর মধ্যে সাজা হয়েছে ৬ মামলায়, কিছু স্থগিত।

২০০৭ সালে গ্রেপ্তারের পর বন্দিদশায় নির্যাতনের শিকার হন তিনি। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তার লন্ডনে যাওয়া। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর ফেরা হয়নি দেশে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভূত্থানে স্বৈরাচারের পতনের পর তারেক রহমানকে দেশে ফেরানোর প্রত্যাশা তৈরি হয়, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মামলায় অনেকের সাজা মওকুফ বা প্রত্যাহার হলেও বড় ধরনের অগ্রগতি নেই তার বিষয়ে। তাই আইনি দীর্ঘ সূত্রতার দ্রুত অবসান চায় বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত তার ফিরে আসার বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করবে। সব মামলা প্রত্যাহার করে তার নামে যে সাজাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে.. এটা এক ঘণ্টার বিষয়। এটা আজকেই এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করা যাবে।’

আইনজীবীরা বলছেন, সরকার চাইলে আইনি বাধা সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘এই মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা সে কারণে সরকার যদি ইচ্ছা করেন তাহলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারেন। অব্যাহতি দিলে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই বলে আমি মনে করি।’

এই জ্যেষ্ঠ আইনজীবী আরও জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান।