ভারতের মণিপুর রাজ্যে জমির মালিকানাকে কেন্দ্র করে সহিংতায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাজ্যের উখরুল জেলায় একটি জমির মালিকানা নিয়ে দুই প্রামবাসীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
নাগা সম্প্রদায়ের মধ্যে এ সংঘর্ষ হয়। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যটির পরিবহনমন্ত্রী। উত্তেজনা কমাতে জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এরইমধ্যে গান্ধী জয়ন্তীতে সব সম্প্রদায়কে রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী।