ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থাসহ আট দফা দাবিতে রাজধানীর শহীদ মিনারে গণসমাবেশ করছেন, সনাতন ধর্মের মানুষেরা।

দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসেন, হিন্দু ধর্মীয় মানুষজন। এসময় বক্তারা বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আর চুপ থাকবে না।মিথ্যা আশ্বাস না দিয়ে সনাতনী ধর্মের লোকদের পাশে রাখার আহ্বাব করেন তারা। বলেন, তিনকোটি হিন্দুদের প্রাণের দাবি, দাবি না মানলে ছাত্র জনতার আন্দোলনের এ সরকারকে পদত্যাগ করতে হবে।

রক্ত দিয়ে কেনা বাংলা, রক্ত দিয়ে হলেও থাকবেন তারা। যারা মুক্তি, মন্দির ভাঙবে তাদের আইনের আওতায় আনতে হবে। বলেন, বিগত সময়গুলোতে সংখ্যালঘুদের উপর হওয়া হামলা, মামলার বিচারে কমিশন না গঠণ করাটা হতাশাজনক। যদি কমিশন গঠন হতো, বিএনপি জামায়াতের উপর বিশ্বাস রাখতে পারতেন তারা।

হিন্দুরা অধিকার আদায়ের আন্দোলন করতে গেলে ভারতের দালাল আর আওয়ামীলীগ ট্যাগ দেয়া হচ্ছে, এসব মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বলেন, আগামীতে সংখ্যালঘুদের জন্য যারা কাজ করবেন, তাদেরই ভোট দিবেন তারা।

নিউজটি শেয়ার করুন

সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি

আপডেট সময় : ০৯:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থাসহ আট দফা দাবিতে রাজধানীর শহীদ মিনারে গণসমাবেশ করছেন, সনাতন ধর্মের মানুষেরা।

দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসেন, হিন্দু ধর্মীয় মানুষজন। এসময় বক্তারা বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আর চুপ থাকবে না।মিথ্যা আশ্বাস না দিয়ে সনাতনী ধর্মের লোকদের পাশে রাখার আহ্বাব করেন তারা। বলেন, তিনকোটি হিন্দুদের প্রাণের দাবি, দাবি না মানলে ছাত্র জনতার আন্দোলনের এ সরকারকে পদত্যাগ করতে হবে।

রক্ত দিয়ে কেনা বাংলা, রক্ত দিয়ে হলেও থাকবেন তারা। যারা মুক্তি, মন্দির ভাঙবে তাদের আইনের আওতায় আনতে হবে। বলেন, বিগত সময়গুলোতে সংখ্যালঘুদের উপর হওয়া হামলা, মামলার বিচারে কমিশন না গঠণ করাটা হতাশাজনক। যদি কমিশন গঠন হতো, বিএনপি জামায়াতের উপর বিশ্বাস রাখতে পারতেন তারা।

হিন্দুরা অধিকার আদায়ের আন্দোলন করতে গেলে ভারতের দালাল আর আওয়ামীলীগ ট্যাগ দেয়া হচ্ছে, এসব মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বলেন, আগামীতে সংখ্যালঘুদের জন্য যারা কাজ করবেন, তাদেরই ভোট দিবেন তারা।