প্রশাসনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে: মান্না
- আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৩৭৩ বার পড়া হয়েছে
প্রশাসনের দুর্বলতা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, গার্মেন্টস শিল্পের অসন্তুষ্টিসহ দূর্গা পূজার নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। শ্রমিকদের পাওনার ব্যাপারে সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছি।
আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার দরকার বলে সরকারকে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, প্রশাসনের দূর্বলতা নিয়ে আলোচনা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সফলতা সুষ্ঠু নির্বাচনের মধ্যে নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠকের জন্য একটি কাঠামো তৈরির জন্য বলেছি।
এদিকে বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি জানান, ‘দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এ সরকারের দায়িত্ব। কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। সরকার তা ইতিবাচক ভাবে গ্রহণ করেছে।’
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করে গণতন্ত্র মঞ্চের ১২ সদস্যের প্রতিনিধি দল। তাদের নেতৃত্ব দেন মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রতিনিধি দলের আরও ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণতন্ত্র মঞ্চের নেতা আকবর খান, আবুল হাসান রুবেল, আবু ইউসুফ সেলিম, ইমরান ইমন।