ইরানে হামলার ঘোষণা নেতানিয়াহুর
- আপডেট সময় : ১২:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
ইরানে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (৫ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া এক এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু বলেন, “সম্প্রতি ইরান ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্বও। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে।”
ইরানের মদতপুষ্ট সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত ৩০ তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের স্থল বাহিনী। এ অভিযান শুরুর পর গত ১ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
অধিকাংশ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই ঘটনার পর থেকে গুঞ্জন উঠেছিল যে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল।
গত ৩ অক্টোবর এক সরকারি সফরে কাতার গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না। তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।
এছাড়া, গত ৫ অক্টোবর ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইরানে নতুন করে আগ্রাসন চালানোর চেষ্টা করলে জ্বালানি স্থাপনায় হামলা চালাবে বলে জানিয়েছে আইআরজিসি।
লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন আইআরজিসি’র ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি।
ফাদাভি বলেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল। এসময় তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা ইসরায়েলের জ্বালানির সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাব।