শেষ মুহূর্তের গোলে মায়ামির কষ্টার্জিত জয়
- আপডেট সময় : ১১:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
জোড় গোল করে আগের ম্যাচেই দলকে শিরোপা জিতিয়েছিলেন লিওনেল মেসি। শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ রোববার (৬ অক্টোবর) মাঠে নামে ইন্টার মায়ামি। তবে, মেজর লিগ সকারে জয় পেতে কষ্ট হয়েছে মেসিদের। টরোন্টোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে মায়ামি।
টরোন্টোর মাঠ বিএমও ফিল্ডে মায়ামিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বরং, পুরো ম্যাচে বেশ আক্রমণাত্মক ছিল টরোন্টো। গোটা ম্যাচে মায়ামির রক্ষণভাগকে বেশ পরীক্ষাই দিতে হয়েছে। প্রধমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই।
এদিন শুরুর একাদশে ছিলেন না মেসি। চোট কাটিয়ে উঠলেও মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাব। তা ছাড়া সামনে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন মেসি। সব মিলিয়ে, তাকে নিয়ে সতর্ক কর্তৃপক্ষ। বদলি খেলোয়াড় হিসেবে ৬১ মিনিটে মেসি নামার পর অবশ্য খেলায় গতি পায় মায়ামি। তবে, কোনো গোল পাননি মেসি।
ম্যাচ যখন প্রায় শেষের পথে, তখন মায়ামির ত্রাণকর্তা হয়ে আসেন লিওনার্দো কাম্পানা। লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা। ম্যাচের তখন ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত সময়ের খেলা চলছিল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাম্পানার করা গোলটিই হয়ে থাকে জয়সূচক।
পুরো ম্যাচে মায়ামির গোলমুখে ১৫টি আক্রমণ করে টরোন্টো। যার ছয়টিই অন টার্গেট। সেখানে গোটা ম্যাচে মায়ামি মোটে চারটি আক্রমণ সাজায়, যার শেষটি পরিণত হয় গোলে।