পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৪০২ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে প্রাণ গেছে ছয় সন্ত্রাসীর। নিহত সেনাদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার ও শনিবার (৪ ও ৫ অক্টোবর) আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির এসব ঘটনা ঘটে।
গোলাগুলিতে একজন লেফটেনেন্ট কর্নেলসহ ছয় সেনা এবং ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানি সেনাদের ওপর এই হামলার দায় শিকার করেছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গোষ্ঠীটি প্রায়ই পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।