ইসরায়েলে এবার গাজা থেকে রকেট হামলা

- আপডেট সময় : ১১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৪০৩ বার পড়া হয়েছে

হামাসের রকেট হামলার এক বছর হতে চলেছে সোমবার (৭ অক্টোবর)। এর একদিন আগে আজ রোববার ইসরায়েলে ফের রকেট হামলা চালানো হলো গাজা উপত্যকা থেকে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই হামলায় হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
চীনা সংবাদমাধ্যম শিনহুয়া বলছে, রকেট হামলার আগে ইসরায়েলের আশকেলন ও লাচিস অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ ছাড়া আশপাশের এলাকাতেও সতর্কতা জারি করা হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, তিনটি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলো গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে এসেছে। এর মধ্যে একটি রকেটকে প্রতিহত করা গেছে। আর বাকি দুটো খালি জায়গায় পড়েছে। এতে কেউ হতাহত হয়নি।
পরে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন আল-কুদস বিগ্রেড জানায়, তারা এই রকেট হামলা চালিয়েছে। তবে এর বেশি তথ্য জানায়নি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধ লেগে যায় দুই পক্ষে।
গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।