ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর চালানো হামলাকে গৌরবময় বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল রোববার এক ভিডিও বার্তায় গোষ্ঠীটির সদস্য খলিল আল হায়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
খলিল আল হায়া বলেন, গৌরবময় ৭ অক্টোবরের ঘটনা শত্রুদের নিজেদের জন্য তৈরি করা বিভ্রমগুলোকে ভেঙে দিয়েছিল। ফিলিস্তিন, বিশেষ করে গাজা এবং আমাদের ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ, রক্ত এবং অবিচলতা দিয়ে একটি নতুন ইতিহাস লিখছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২ শ ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অপহরণ করে ২৫০ জনকে। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত জুলাইতে ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হামাসপ্রধান ইসমাইল হানিয়া।